এনএফবি, শিলিগুড়িঃ
শুক্রবার একদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, “তৃণমূল দলটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং এদের মেইন তিনটে এজেন্ডার উপর চলে মমতা বন্দোপাধ্যায় তার সকল পার্টি চলে। তিনটি এজেন্ডা হল পরিবারবাজ,তোষণ,দুর্নীতি। আর এই তিনটে এজেন্ডা নিয়ে যে পার্টি চলে বা তার সুপ্রিমো চালায় তার মুখ থেকে অন্য কথা বের হতে পারে না। ‘দু আর্ন মানি দু কালেক্ট মানি থ্রু পলিটিক্স’। এবং অপেক্ষা করুন উনি যে ভাবছেন বীর উনাকে বীরের সঙ্গে দেখা করার জন্য দিল্লি তিহার জেলে যেতে হবে। বাংলায় আগে ২০১৪ সালে তৃণমূলের ৩৪টি সিট ছিল আর ২০১৯ এখন ২২টি সীটে এসে দাঁড়িয়েছে।
এর পাশাপাশি তিনি আরও যে আগলিবার মোদিজী ৪০০ পার কান খুলে শুনে রাখুন। তার আগে রাম মন্দিরের উদ্বোধন আছে মমতা বন্দোপাধ্যায় আসুন অযোধ্যায়। ভ্রষ্টাচারের নেত্রী মমতা বন্দোপাধ্যায় আর মনোবল না থাকলে তো পঞ্চায়েতে নির্বাচনে নমিনেশন করতে পারবে না। মমতা বন্দোপাধ্যায়ের আছে গতকালকে চোরগুলো গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের প্রধানগুলো এরা সব চোর। এবং ভাইপো সহ ডাকতরাতো মঞ্চে বসে ছিল আর নীচে ছিল চোর। রোজভ্যালির জেল খাটা লোক সুদীপ বন্দোপাধ্যায় এর মাথা খারাপ হয়ে গেছে এবং মনোবলতো ভেঙে গেছে, প্রার্থর সিন্ডিকেট কেষ্ট গ্রেফতার হবার পর থেকে। মনোবল হাই রাখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোন সময় পঞ্চায়েত নির্বাচন করবে।” অভিষেক বন্দোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গে আসনে সেই প্রসঙ্গে তিনি বলেন যে, ” ভাইপো আসছে তাতে আমার কি টাকা তুলতে আসছেন।” এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে।