হলদিয়ায় জয়ী বাম কংগ্রেস

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে বাম ও কংগ্রেসের জোটের জয়। তৃণমূল ও বিজেপিকে হারিয়ে উনিশটির মধ্যে সবকটিতে জয়ী জোট।

হলদিয়া বন্দরের টানটান উত্তেজনার মধ্যে ভোট নির্বাচন হয়। এবারে বাম কংগ্রেস জোটের জয় হলো। সিটু এবং জোট সঙ্গীরা একসাথে জয় লাভ করল। এ বার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়।

এর পূর্বের নির্বাচনে ১৯টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। এ বারের ভোটে বিজেপি ও তৃণমূল খাতাও খুলতে পারেনি।

সামনেই হলদিয়া পুরসভার ভোট রয়েছে, তার আগে এই জয় নিঃসন্দেহে বিরোধীদের মনোবল বাড়াবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।