এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
রাস্তা সংস্কার থেকে শুরু করে পানীয় জল সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। বৃহস্পতিবার দাসপুরের তেমুহানি এলাকায় লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখানোর সময় তৈরি হয় উত্তেজনা। মূলত তাদের দাবি অতি দ্রুত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাগুলি সারাই করতে হবে। পাশাপাশি এলাকার বেশ কিছু গ্রামে এখনও পৌঁছয়নি পানীয় জল। সেই সব এলাকায় অতি দ্রুত পৌঁছে দিতে হবে পানীয় জলের ট্রাঙ্ক। এছাড়াও তারা জানান, বেশ কয়েকটি বাঁধ অতি দ্রুত নির্মাণ না করলে বর্ষা শুরু হলে ভেসে যেতে পারে বেশ কয়েকটি গ্রাম।