এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
রাত নামলেই অন্ধকার,বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকদিন, প্রচন্ড গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে দিন যাপন করছে ৬০ থেকে ৭০ টি পরিবার ৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামে।
এলকাবাসীর অভিযোগ, গত শনিবার বজ্রপাতে নষ্ট হয়ে গিয়েছে বিদ্যুতের ট্রান্সফর্মার। প্রায় ছয় দিন অতিক্রান্ত ৷ এখনও রাধাকান্তপুর এলাকার মানাপাড়া,দাসপারা, ভূইয়াপাড়া, খুট্যাপাড়া এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। একাধিকবার বিদ্যুৎ দফতরের সাথে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। এলাকাবাসীর অভিযোগ, প্রচন্ড গরমে মাঝে রাতের ঘুম উড়েছে , তার সাথে সৃষ্টি হয়েছে পানীয় জলের সংকট।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে ট্রান্সফর্মার সংস্কার করে তাদের এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করুক।