‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেও মেলেনি বিশুদ্ধ পানীয় জল, বিক্ষোভ স্থানীয়দের

এনএফবি,মুর্শিদাবাদঃ

প্রশাসনের গাফিলতিতে মিলছে না পানীয় জল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললো বেলডাঙার মানুষের। এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং চাহিদা মতো পানীয় জল পেতে আন্দোলনে সামিল হয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বহরমপুর শহরে দপ্তরে গিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা বেলডাঙার কাপাসডাঙা ও বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত অধীন এলাকায় পানীয় জলের সম্পর্কে রেড জোন তকমা দিয়েছেন। অথচ প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় কোনও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। তাছাড়াও অধিকাংশ সময় টিউবওয়েল খারাপ থাকায় পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জলের ট্যাংক তৈরি করা হলেও না সেটি চালু করা হয়নি ফলে এলাকাবাসী আন্দোলনে নেমেছেন।