এনএফবি, নিউজ ডেস্কঃ
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জন আক্রান্তর। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৫১০ জন।
রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.১৪ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০,৭১০ জন। আক্রান্তের হার ১.২১ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৬,৩৮,৪৮৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬,০৮,০১১ জন। মোট মৃতের সংখ্যা ১৯,৭৬৪ জন।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন