নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ভর্তি ট্যাংকার উল্টে বিপত্তি ঘটল ৷ সামান্য আঘাত পেয়েছে গাড়ির চালক ৷ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা স্টেশনের সন্নিকটে ৷
জানা গিয়েছে, রবিবার বেলা নাগাদ ব্রেক ফেল হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং দমকলের ১টি ইঞ্জিন ৷ তবে আহত গাড়ির চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷