চাকরি হারালেও প্রেম হারায়নি! আইনত বিয়ে সম্পন্ন বরখাস্ত হওয়া শিক্ষিকার

চাকরি হারালেও প্রেম হারায়নি

এনএফবি, কোচবিহারঃ

একদিকে চাকরি খোয়ানোর যন্ত্রণা, অন্যদিকে ভালবাসার মানুষের তাকে ছেড়ে পালানো। সবটাই যেন অপমান, অবহেলা। সেই সবকে উপেক্ষা করে অবশেষে জয়ী হল মনের মানুষকে পাওয়ার একাগ্র জেদ ও অপূরণীয় ভালোবাসা। কোচবিহারের নিশিগঞ্জের অতিথি অধ্যাপক প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রথম পর্বে উত্তীর্ণ হলে ওই প্রাথমিক স্কুলের চাকরি থেকে বরখাস্ত হওয়া তরুণী।

আদালতের নির্দেশে যে ২৬৯জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যেই এক জন হলেন নিবেদিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রেমিকার শিক্ষকতার চাকরি যেতেই বেঁকে বসেছিলেন প্রেমিক। এদিন তাঁদের রেজিস্ট্রি বিয়ের প্রথম পর্যায়ের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। পাত্রকে আশীর্বাদও করেছেন পাত্রীর বাড়ির লোকজন। শুধু তাই নয়, নিশিগঞ্জের তরুণ-তরুণীর গাঁটছড়া বাঁধার প্রথম পর্যায়ের সাক্ষী হওয়া দু-পক্ষের আত্মীয়-পরিজন থেকে প্রতিবেশীদের ভুঁড়িভোজেরও আয়োজন করা হয়। পরবর্তীতে এই যুবক-যুবতীর আনুষ্ঠানিক বিয়ের দিন ধার্য করবেন পুরোহিত। অর্থাৎ নিশিগঞ্জের যুবক-যুবতীর সাতপাকে ঘোরা এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রকৃত ভালবাসা কখনও বিফলে যায় না, কিছুটা সময়ের জন্য মুখ ফিরিয়ে নিলেও তা আবার ফিরে আসে ভালবাসার টানে। এমনটাই মনে করেন সদ্য চাকরি হারানো শিক্ষিকা তথা ধরনায় বসা ওই যুবতী।

প্রথমদিকে প্রেমিকের মা মুখ ফিরিয়ে থাকলেও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তরুণীকে ধরনায় বসে থাকতে দেখে প্রেমিকের মায়ের মন বিগলিত হয়ে যায়। তখন প্রেমিকের মা তার ছেলের হবু বৌমা-কে ঘরে ডাকেন। তারপর আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি প্রেমিকও।

এরপর নিশিগঞ্জের ওই যুবক-যুবতীর আইনতভাবে মধুরেণ সমাপয়েত্ হবে বলে খবরটি সকালেই নিশ্চিত হয়েছিল। তবে যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও মনে আশঙ্কা দেখা দিয়েছিল। রেজিস্ট্রি ফর্মে স্বাক্ষর করার পর হাঁফ ছেড়ে বাঁচলেন তরুণী,তাঁর পরিবার সহ এলাকাবাসী।

এদিন রেজিস্ট্রি ফর্মে স্বাক্ষর করার পরই যুবতী বলেন,”ভালো লাগছে যে মনের মানুষকে পেতে চলেছি।” এদিন যুবককে আশীর্বাদও করেন পাত্রীর পরিবার।

অন্যদিকে,পাত্র বলেন,”ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা চলছিল। পরবর্তীতে ও ধরনায় বসে যায়।পরবর্তিতে, পরিস্থিতির কথা বিবেচনা করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।”

YouTube player