ধর্মঘটের হুঁশিয়ারি লটারি বিক্রেতাদের

জলপাইগুড়ি, এনএফবিঃ

সর্বনিম্ন ভাউচারে কমিশনে ছিল ৫০ টাকা। সেটা কমিয়ে এখন ২৫ টাকা করা হয়েছে। এর ফলে লটারি পেশার সাথে যুক্ত ও বিক্রেতারা জেলা জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন। ইতিমধ্যেই ডুয়ার্সের ধূপগুড়ি, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় এই নিয়ে শুরু হয়েছে আন্দোলন।
খুচরো লটারি বিক্রেতারা বলেন, প্রচুর মানুষ এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। যদিও লটারি কোম্পানি কর্তৃপক্ষ দিনের পর দিন হটকারি সিদ্ধান্ত নেওয়ায় তারা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। তাদের দাবি আগের মতোই ভাউচারের কমিশন ফিরিয়ে দিতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য লটারি ধর্মঘট চলবে।