এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মহামেডানের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বদলা নিলো মহামেডান স্পোর্টিং। গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়ে ১৩১ তম ডুরান্ড কাপ অভিযান শুরু করল সাদা কালো ব্রিগেড। প্রথমে গোল হজম করেও দারুণভাবে ফিরে আসে মহামেডান। ম্যাচের শুরুতে আকর্ষণ নির্ভর ফুটবল না দেখা গেলেও যত সময় গড়ায় ম্যাচের রং বদলাতে থাকে। ম্যাচের ৩৪ মিনিটে মহামেডানের নূরউদ্দিন মিস পাস করেন। সেই সুযোগ নিয়ে গোয়ার নেমিল গোল করে যান। এরপরে মহামেডান সুযোগ পেলেও গোলের খাতা খুলতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ঘুরে দাঁড়ায় মহামেডান। প্রীতম সিংয়ের গোলে সমতা ফেরায় সাদা কালো ব্রিগেড। ম্যাচের ড্র যখন একদম সময়ের অপেক্ষা ঠিক তখন ৮৪ মিনিটে গোয়া বক্সে ঢুকে ফসলু রহমান গোল করে দলকে এগিয়ে দেন। এই বছর সন্তোষ ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফসলু। অতিরিক্ত সময়ে মার্কাস জোসেফের গোলে মহামেডান নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে জয় একপ্রকার নিশ্চিত করেন। গত বছর থেকে মহামেডানকে সাফল্য দিয়ে আসছেন জোসেফ। এইদিনও নিজের জাত চেনালেন, ম্যাচের সেরা হন ফসলু। এবার জার্সিতেও চমক রেখেছেন মহমেডান কর্তারা। নতুন জার্সি উৎসর্গ করা হয়েছে ভারতের সশস্ত্র সেনাবাহিনীকে। জার্সির নিচে স্থান পেয়েছে সেনাবাহিনীর ছবি। যা মন ছুঁয়ে গিয়েছে ক্রীড়াপ্রেমীদের।এদিন প্রায় ১৫ হাজার দর্শক এসেছিল ম্যাচ দেখতে।এদিন সন্ধ্যায় খেলা শুরুর ১ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফুটবলে শট মেরে। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।