নিখোঁজ মায়ের পুতুল বানিয়ে ধর্মীয় রীতি মেনে সৎকারের আয়োজন

এনএফবি,শিলিগুড়িঃ

দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ মা, রাঙাপানিতে মায়ের পুতুল বানিয়ে ধর্মীয় নীতি মেনে এদিন সৎকার করলেন তিন ছেলে এবং গ্রামবাসীরা ৷

জানা গিয়েছে যে, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের রাঙ্গাপানি স্টেশন পাড়ার বাসিন্দা সাবিত্রী চৌধুরী। তার তিন ছেলে রঘুনাথ চৌধুরী,সুজিত চৌধুরী ও বিশু চৌধুরী। ২৭ বছর আগে সাবিত্রী চৌধুরীর স্বামী জয় লাল চৌধুরীর মৃত্যু হয়। এর পরেই সাবিত্রী দেবী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পরে ফের বাড়িতে ফিরে আসেন। এরপর ফের নিখোঁজ হয়ে যান। যদিও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কোন খোঁজ মেলেনি।এই ভাবেই দীর্ঘ ১৫ বছর কেটে গেছে।

নিজস্ব চিত্র

এরপরেই সাবিত্রী দেবীর তিনছেলে মা ফিরে না আসার কারণে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। তিন ছেলে ও গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন যে সাবিত্রী দেবীর পুতুল বানিয়ে সৎকারের কাজ সম্পন্ন করা হবে। সেই মতো সাবিত্রী দেবীর পুতুল বানিয়ে তিন ছেলে এদিন কালা রাম শ্মশানঘাটে ধর্মীয় নীতি মেনে সৎকার করেন।

নিজস্ব চিত্র