একশো দিনের কাজের টাকা না দেওয়ায় কেন্দ্রের উপর ক্ষোভ প্রকাশ মমতার

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

দু’দিনের জন্য পশ্চিম মেদিনীপুর জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ মেদিনীপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জেলা পরিষদের শহীদ প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শুরু হওয়ার আগে ভার্চুয়াল মাধ্যমে ৬৬টি প্রকল্পের শিলান্যাস এবং ১২৩টি প্রকল্পের উদ্বোধন করেন। আর বৈঠক শুরু হওয়ার পরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন তিনি। ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রকে একহাত নেন মমতা। তিনি বলেন,”৪ মাস ধরে ১০০ দিনের কাজের লোকেরা টাকা পায়নি। কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেয়নি। তার জেরে গরীব মানুষরা সমস্যায় পড়েছেন। এর জন্য আমি একটি চিঠি লিখেছি। এছাড়া আমি মুখ্যসচিবকে বলব তাঁর নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হোক। ফলে কেন্দ্র টাকা না দিলেও যাতে ১০০ দিনের কাজের জন্য টাকা দিতে সমস্যা না হয় তার ব্যবস্থা করতে হবে। একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফার্ম তৈরি করে কাজ করতে হবে।” পাশাপাশি একাধিক বিষয় নিয়ে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের ধমক দেন, কারণ যেসব প্রকল্পের এখনও কাজ পূরণ হয়নি সেই সব কাজ নিয়েই তাদের ধমক দেওয়া হয়।

YouTube player