স্থানীয়

ফালাকাটায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু পরিবার

এনএফবি, আলিপুরদুয়ারঃ‌

হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালকুমারের বহু পরিবার। ঘটনাটি ঘটে শুক্রবার মধ্য রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বেরিয়ে এক দল হাতি সংশ্লিষ্ট এলাকার যোগীরাম ওরাও, নরেশ কার্জি, মন্টু কার্জি, খেঠির সিং কার্জি সহ অনেকের বাড়িতে হানা দেয়। হানা দিয়ে কারো শোবার ঘর, কারো রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি এদিন বহু ভুট্টা ও সুপারি ক্ষেত নষ্ট করে। এদিন ক্ষতিগ্রস্ত ধীরাজ ওরাও জানান, রাত প্রায় দেড় টা নাগাদ ছয়টি হাতি এলাকায় ঢুকে শুরু করে তান্ডপ। ভেঙে দেয় রান্না ঘর পাশাপাশি রান্না ঘরে মজুত করা আলু, ধান খেয়ে শাবার করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, বেশির ভাগ সময় এলাকা বিদ্যুৎহীন থাকায় হাতির গতিবিধি বুঝতে অসুবিধা হচ্ছে।

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দক্ষিণখয়ের বাড়ির বিট অফিসার জনার্দন চৌধুরী। বিট অফিসার জনার্ধন চৌধুরী জানান, এদিন হাতির হানায় প্রায় দশ-বারোটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন বলেও তিনি জানান।