এনএফবি,আলিপুরদুয়ারঃ
রবিবার স্বর্ণা মন্দির মহামায়া কমিটির উদ্যোগে সরুগাও চা বাগানে আয়োজিত হল গণবিবাহ। সরহুল পূজা ও আদিবাসী রীতি মেনে ডুয়ার্সের বিভিন্ন এলাকার ২৩ জোড়া পাত্র পাত্রীর চারহাত এক হল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের সরুগাও চা বাগানে। বিয়ে শেষে আমন্ত্রিতদের খাওয়া দাওয়াও করানো হয়। মন্দির কমিটির তরফে নীলকমল ওরাও ও সাব্বির ওরাও বলেন, ১৭ বছর ধরে এই গণবিবাহের আয়োজন করে আসছেন তারা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনকে তারা বিয়ে দিয়ে সহযোগিতা করে আসছেন। বিভিন্ন চা বাগান থেকে নব দম্পতিরা এই বিয়েতে যোগদান করেন বলে জানান উদ্যোক্তারা।