এনএফবি, মালদাঃ
জেলার শিল্প পরিকাঠামো উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা শিল্পদ্যোগী উজ্জ্বল সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং জেলার বিশিষ্ট শিল্পদ্যোগীরা। জেলার শিল্প পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণের কথা আলোচনা করা হয় এই বৈঠকে। তার পাশাপাশি শিল্পদ্যোগীদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যার কোথাও তুলে ধরা হয় বৈঠকে।
এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। জেলার শিল্প পরিকাঠামো উন্নয়নে জেলা শাসকের কাছে আমরা বেশ কিছু আবেদন রেখেছি। যাতে মালদা জেলার অর্থনীতি আরও উন্নতি ঘটে। মাননীয় জেলা শাসক আগামী ১৫ দিনের মধ্যে বিষয়গুলি খতিয়ে দেখে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন।