এনএফবি, মুর্শিদাবাদঃ
সম্প্রতি কেন্দ্র ও ঝাড়খন্ডের সরকার মিলিত ভাবে পারসনাথে সম্মেদ শিখরজীকে পর্যটন স্থান হিসেবে ঘোষণা করেছে। এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের জৈন সম্প্রদায়ের মানুষ পথে নেমেছেন।
মঙ্গলবার বহরমপুর শহরে প্রশাসনিক ভবনে জেলার বসবাসকারী জৈন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে জেলাশাসকের কাছে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিলেন।
তাদের অভিযোগ, শিখরজীকে তারা তাদের পবিত্র তীর্থ স্থান মনে করেন। এটি পর্যটন স্থানে পরিনত হলে তার পবিত্রতা ক্ষুন্ন হবে। সারা দেশের নানান মানসিকতার মানুষের প্রবেশ ঘটবে। পবিত্র তীর্থ ক্ষেত্রের পবিত্রতা নষ্ট হবে। তাই সরকার যেন তাদের দাবি মেনে পর্যটন স্থান না করেন।