এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তবুও বেশ কিছু অসাধু শিক্ষক রয়েছে যারা সরকারি নির্দেশিকাকে তোয়াক্কা না করে সরকারি কর ফাঁকি দিয়ে প্রাইভেট টিউশন পড়িয়ে চলেছেন। আর তারই প্রতিবাদে আজ বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন।
এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় যে সমস্ত উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন সরকারি নির্দেশিকাকে অমান্য করে সেই শিক্ষকদের একটি নামের তালিকা ও তুলে দেওয়া হয়। প্রাইভেট টিউটরদের বক্তব্য তাদের দাবি যদি না মানা হয় তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন।