অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চমকে দেওয়ার মতো ঘটনা ! ১৬ বছরের ফুটবল কেরিয়ারে এই প্রথম ব্যালন ডিও অর তালিকায় জায়গা পেলেন না লিওলেন মেসি । মোট সাতবার এই খেতাব জয় করেন তিনি । ২০০৫ সালের পর এই প্রথমবার এমন ঘটনা ।
গত মরশুমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে মেসির পুরোনো জাদু দেখা যায়নি । পিএসজি জার্সিতে মাত্র ১১টি গোল করেন মেসি, ১৪টি অ্যাসিস্ট করেছিলেন। এবং কেবল ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন লিও।
যদিও আর্জেন্টিনা জার্সি গায়ে পারফর্মেন্স ভালো ছিল মেসির। ১৫ ম্যাচে সাত গোল করেছিলেন, এবং আর্জেন্টিনাকে লা ফিনালিসিমা জিতিয়েছিলেন।
এদিকে মেসির পাশাপাশি আর এক সুপারস্টার নেইমার জুনিয়রও ব্যালন ডী অর তালিকায় জায়গা পাননি। যদিও আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন।রোনাল্ডো ছাড়াও রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা। এছাড়া রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া, লুকা মদ্রিচ, ভিনিশিয়াস জুনিয়র ৩০ জনের তালিকায় আছেন। মহম্মদ সালাহ, জোশুয়া কিমিচ, বার্নার্ডো সিলভা, রবার্ট লেওয়ানডস্কি, হিউং-মিন-সন, হ্যারি কেন, সাদিও মানে, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেরাও আছেন। যদি রোনাল্ডো না পান এবার তাহলে ২০০৮ সালের পরে মেসি রোনাল্ডো ছাড়া এই খেতাব কেউ পাবেন তবে । এবার ব্যালন ডিও থেকেও তাঁদের কাছে বড়ো পরীক্ষা কাতার বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করা। ব্যালন ডি’অরের জন্য বাছাই করা ৩০ জনের তালিকাঃ
১. থিবাউট কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ) ২. রাফায়েল লিয়াও (এসি মিলান) ৩. ক্রিস্টোফার নকুনকু (আরবি লিপজিগ) ৪. মহম্মদ সালাহ (লিভারপুল) ৫. জোশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ) ৬. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল) ৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ৮. বার্নার্দো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি) ৯. লুইস ডায়াজ (লিভারপুল) ১০. রবার্ট লেওয়ানডোস্কি (বার্সেলোনা) ১১. রিয়াদ মাহরেজ (ম্যাঞ্চেস্টার সিটি) ১২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) ১৩. অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ) ১৪. কেভিন ডি’ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি) ১৫. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ) ১৬. আর্লিং হাল্যান্ড (ম্যাঞ্চেস্টার সিটি) ১৭. দুসান ভ্লাহোভিচ (জুভেন্তাস) ১৮. জোয়াও ক্যানসেলো (ম্যাঞ্চেস্টার সিটি) ১৯. কিলিয়ান এমবাপে (পিএসজি) ২০. ভার্জিল ভ্যান ডিক (লিভারপুল) ২১. ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ) ২২. সন হিউং-মিন (টটেনহ্যাম) ২৩. ফ্যাবিনহো (লিভারপুল) ২৪. করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ) ২৫. মাইক মিগনান (এসি মিলান) ২৬. হ্যারি কেন (টটেনহ্যাম) ২৭. ডারউইন নুনেজ (লিভারপুল) ২৮. ফিল ফডেন (ম্যাঞ্চেস্টার সিটি) ২৯. সাদিও মানে (বায়ার্ন মিউনিখ) ৩০. সেবাস্তিয়ান হালার (বরুশিয়া ডর্টমুন্ড)