এনএফবি, কলকাতাঃ
অবশেষে শনিবার কবি সুভাষ ( নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখার্জী স্টেশন( রুবি) পর্যন্ত মেট্রোর একমুখী ট্রায়াল রান হল। প্রায় এক দশক পর স্বপ্ন পূরণ হতে চলেছে শহরবাসীর। ২০১২ সালে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটের মেট্রোর শিলান্যাস হয়। ২০১৪ সাল থেকে এই রুটের কাজ শুরু হওয়ার পর শনিবার সকাল ১১ টায় প্রথম ট্রেনের বাঁশি বাজল।
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মোট ৩০ কিমি দূরত্ব। এ দিন মোট ৫ কিমি রাস্তায় ট্রায়ল রান হল। যার মধ্যে রয়েছে পাঁচটি স্টেশন কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখার্জী(রুবি)। যেহেতু বাকি রুটের কাজ এখনও বাকি অনেক জায়গায় স্টেশন তৈরির কাজই এখনও শুরু হয়নি এমনকি সিগন্যালিংয়ের কাজও হয়নি তাই আপাতত এই পাঁচটি স্টেশনেই একমুখী ট্রায়াল রান করল মেট্রো। দ্রুত এই রুটে মেট্রো চলবে বলে জানা গিয়েছে।