কলকাতার থেকে লখনউর বিরিয়ানি বেটার বলে কেকেআরকে ঠুকলেন মীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএল টুর্নামেন্টে বুধবার মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস । কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্যাচে যেভাবে লখনউয়ের দুই ওপেনার যে ব্যাটিং করল, সেটাকে ‘কচুকাটা’ বললেও বোধহয় কম বলা হবে। শুরু থেকে শেষপর্যন্ত টানা ২০ ওভার ধরে নাগারে ব্যাটিং করে ২০ ওভারে ২১০ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। সৌজন্যে কুইন্টন ডি কক এবং কেএল রাহুল। প্রথমজন তো ৭০ বলে ১৪০ রান করে অপরাজিত থাকেন। আর অপরজন ৫১ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন। তবে কলকাতাও যে একেবারে ময়দান ছেড়ে বেরিয়ে এসেছে, তা কিন্তু একেবারে বলা যায় না। অমন একটা পাহাড়প্রমাণ টার্গেট সামনে রেখেও কলকাতা শেষপর্যন্ত ২ রানে পরাস্ত হয়।

ম্যাচের পর মজার ছলে কলকাতা নাইট রাইডার্সকে খানিক খোঁচা দিলেন প্রখ্যাত রেডিয়ো জকি মীর আফসার আলি। এই মর্মে তিনি ফেসবুকে একটি পোস্টও করেছেন। সেখানে তিনি লিখেছেন, “তার মানে কি লখনউ-এর বিরিয়ানি কলকাতার থেকে বেটার?” এরপর নাইট ব্রিগেডকে নিয়ে শুরু হয়ে যায় ট্রোলের বন্যা। কেউ বলেন, “রিঙ্কু সিং বিরিয়ানির দামটা প্রায় দিয়েই দিয়েছিল।” কেউ আবার বলেন, “আসল রাঁধুনি তো লখনউয়ের রান্নাঘরে, যার একসময়ের রান্নায় কলকাতাও ম্যাচ জিতেছে।” তবে কেউ কেউ আবার কলকাতা নাইট রাইডার্সের পাশেই দাঁড়িয়েছেন। বিশেষ করে রিঙ্কু সিং যেভাবে ব্যাট করলেন, তার প্রশংসা অবশ্যই করতে হবে। এই ম্যাচে তিনি ১৫ বলে ৪০ রান করেন। এরমধ্যে চারটে ছক্কা এবং দুটো বাউন্ডারি রয়েছে।