এনএফবি,বহরমপুরঃ
মন্দির উচ্ছেদে আপত্তি জানিয়ে রেল কর্তৃপক্ষকে চিঠি বিধায়কের। বুধবার সকালে বহরমপুর বিধানসভায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বিজেপি নেতা কর্মীদের নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে আসেন।
জানাগেছে ,সেখানে এসে তিনি রেল আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং রেল আধিকারিকদের জানান, রেল অধীনস্থ এলাকায় যে মন্দির রয়েছে সেই মন্দির উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি ওই সব এলাকায় যেসব হকাররা রয়েছে তাদের বিষয়টি ভেবে দেখার আবেদন জানান। বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র জানান, এই মন্দির দেড়শ বছরের পুরনো মন্দির। এই মন্দিরটি কোনভাবেই যাতে নষ্ট না হয় তার জন্য তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়ে জানিয়েছেন। এছাড়াও রেল আধিকারিকদের সাথে তিনি আলোচনা করেছেন এবং চিঠি দিয়েছেন।