ফিচারস্থানীয়

ট্যাবলো বাতিলের প্রতিবাদে মোদীর কুশপুতুল দাহ

এনএফবি,আলিপুরদুয়ারঃ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বাংলা থেকে পাঠানো ট্যাবলো বাতিল করার প্রতিবাদে আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করল বিবেকানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

উল্লেখ্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতিবছরই সেজে ওঠে দিল্লির রাজপথ। সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করে সামরিক বাহিনী। দেখানো হয় সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র। এছাড়াও দেশের সব কটি রাজ্য থেকেই একটি করে দল সেখানে অংশগ্রহণ করে। বিভিন্ন রাজ্যের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী ও বলিদানকে তুলে ধরে বাংলার পাঠানো ট্যাবলো কে বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এরই প্রতিবাদে সোমবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিবেকানন্দ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।