ছুটি কাটিয়ে অনুশীলন শুরু মহামেডানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনা ভাইরাসের হানায় স্থগিত হয়ে গিয়েছে আইলিগ। আর এবারে ছুটি কাটিয়ে সল্টলেকে যুবভারতীতে অনুশীলন শুরু করে দিল কলকাতার মহামেডান স্পোর্টিং। এদিন কোচ আন্দ্রে চেসভোর নেতৃত্বে পুরো দল অনুশীলন করে। মাঠে ছিলেন সাদা কালো সচিব দানিশ ইকবাল ও মাঠ সচিব বেলাল আহমেদ খান। সাদা কালো ফুটবলাররা এদিন ফিটনেস অনুশীলন করার সঙ্গে সঙ্গে সিটপিসে জোর দেন। ক্লাব সচিব দানিশ ইকবাল জানান,” ভালো লাগছে অনেকদিন পরে অনুশীলনে নামলো দল। ফুটবলাররা খুশি। যদি লিগ হয় ফুটবলাররা নিজেদের সেরাটাই দেবে।”, এদিন সাদা কালো কোচ চেসভোর জানান, “ফুটবলাররা অনেকদিন অনুশীলনের মধ্যে না থেকে একটু ক্লান্ত। তাই হালকা ফিটনেস অনুশীলন করালাম। মাঠে নামতে তৈরী আমরা।”

আরও পড়ুনঃ প্রকাশ পেল পুরুষদের আইসিসি টি-২০, ২০২২ বিশ্বকাপ সূচি

গত বছরে ডুরান্ড কাপে রানার্স ও কলকাতা লিগে চল্লিশ বছর পরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরী করেছে সাদা কালো ব্রিগেড। ইনভেস্টর এনে কর্পোরেট আদলে ক্লাব সাজিয়েছেন কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আইএসএলে খেলানোর আশ্বাসও দেন। তবে আইলিগে মহামেডান একটা ম্যাচ খেলে। এরপরেই আইলিগে অংশ নেওয়া চারটি দলের মোট ৮ ফুটবলারের করোনা পজিটিভ হয়। রিয়েল কাশ্মীরের ৫ ফুটবলার ও শ্রীনিধি,মহমেডান,আইজলের এক জন করে ফুটবলারের করোনা পজিটিভ হয়। এছাড়াও রিয়েল কাশ্মীরের তিন কর্তার করোনা ধরা পড়েছে। এরপরেই এআইএফএফ-এর আইলিগ কমিটির কর্তারা লিগ স্থগিত করে দেয়। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,কিছু দিনের জন‍্য আইলিগের সব ম‍্যাচ বন্ধ রাখা হবে। তবে আইলিগ হবেই,বাতিল হচ্ছে না। এই মাসের শেষ সপ্তাহে ফেডারেশন কর্তারা বৈঠকে বসবেন। তারপরই বাংলার করোনা পরিস্থিতি দেখে লিগ নিয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুনঃ বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক উইলিয়ামসন