মোহনবাগান রত্ন হচ্ছেন শ্যাম থাপা, অনির্বাণের পাশে ক্লাব

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২৯ জুলাই মোহনবাগান দিবস। মোহনবাগান প্রেমীদের কাছে একটা বড় দিন। গত দুই বছর করোনার কারণে ধুমধাম করে ক্লাবে আয়োজন হয়নি মোহনবাগান দিবস। এদিন বাগানের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হল একাধিক জিনিস। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। কলকাতার দুই প্রধানে দাপিয়ে খেলেন তিনি। এছাড়া সেরা ফুটবলার পুরস্কার শিবদাস ভাদুড়ী নামে হচ্ছে পাচ্ছেন লিস্টন কোলাসো। সেরা যুব ফুটবলার কিয়ান নাসিরি। সারা জীবনের স্বীকৃতি পাচ্ছেন প্রাক্তন গোলকিপার বলাই দে। সেরা প্রশাসক প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রর নামে হচ্ছে পাবেন আই লিগ সহ বিভিন্ন টুর্নামেন্টে সাফল্যর জন্য গোকুলাম এফসি সভাপতি ভি সি প্রভিন। সেরা ক্রিকেটার অরুণ লাল পুরস্কার পাচ্ছেন প্রিনান দত্ত । সেরা অ্যাথলিট বাপি শেখ। এবার মোহনবাগান দিবসে ফুটবলাররা মোহনবাগান মাঠে অনুশীলন করবেন বিকালে। অনুষ্ঠানেও আসতে পারেন তারা। বিকালে অনুষ্ঠানে পারফরমেন্স করবেন চন্দবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঞ্জীব গোয়েঙ্কা সম্ভবত আসবেন না অনুষ্ঠানে।
এবছর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার চালু করবে ক্লাব, পাচ্ছেন অশোক দাশগুপ্ত। এছাড়া প্রাক্তনদের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হবে। এছাড়া থাকবে আরও চমক। আর মোহনবাগানের সমর্থক অনির্বাণ নন্দী অসুস্থ তার দুটো কিডনি বিকল হওয়ার মুখে। কলকাতার বড় ডাক্তার প্রতিম সেনগুপ্তর সঙ্গে কথা বলে বাগান কর্তা রা চিকিৎসার ব্যবস্থা করবেন।

তবে এতোকিছুর পরেও এটিকে তোলা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,’লম্বা প্রক্রিয়া সময় তো লাগবেই।’