এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
শনিবাসরীয় যুবভারতীতে আইলিগের দল রাজস্থান ইউনাইটেড এফসি ম্যাচে ৩ -২ গোলে হেরে ডুরান্ড কাপের অভিযান শুরু করলো এটিকে মোহনবাগান। শুরু থেকে ম্যাচের গতি স্লো থাকলেও সময় যত এগোয় ম্যাচে আক্রমণ ফুটবল চলতে থাকে। ১১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস করেন লিস্টন কোলাসো। ২০ মিনিটে লিস্টন শট মারেন সেটাও মিস হয়। এরপর কিয়ান নাসিরির জোড়ালো শটও বাঁচিয়ে নেন রাজস্থান গোলরক্ষক। ৩১ মিনিটে লিস্টন ফের ফ্রিকিক পেয়ে শট মারলে সেটা সেভ হয়ে যায়। এমনভাবে ম্যাচ গড়াতে থাকলে ৪৩ মিনিটে আশিক কুরুনিয়ানের পাসে দুরন্ত গোল করে যান গত আইএসএলে ডার্বির হ্যাটট্রিক করা নায়ক কিয়ান নাসিরি। গোল খেয়ে যেন একপ্রকার ডিফেন্সের ভুলে গোল খেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। রাজস্থানের হয়ে গোল করে যান বেকতুর নেইসাল । প্রথমার্ধতে ১-১ ফল থাকার পরে মনবীর সিংকে নামানো হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে হুগো বৌমসের শট ফ্রি কিক থেকে গোল করে যান আশিক কুরুনিয়ান। এরপর পল পোগবার ফ্লোরেনিটন পোগবাকে হেমিলকে নামান এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ। যদিও এদিন পোগবার দাদা আশানুরূপ ফুটবল খেলতে পারেননি। ম্যাচের ৬০ মিনিটে ফের ডিফেন্স ভুলে গোল খেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। রাজস্থানের হয়ে গোল করে যান লালরেনসাঙ্গা। ৮২ মিনিটে কিয়ানের শট রাজস্থান গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে ফের গোলের নিশ্চিত মিস করে যান মনবীর। ৮৯ মিনিটে রাজস্থান গোল করলেও সেটা অফ সাইডের জন্য বাতিল হয়ে যায়। যদিও ৯৫ মিনিটে কাউন্টার আট্যাকে রাজস্থানের গিয়ামার জয়সূচক গোলটি করেন। এই হারের ফলে চাপ বাড়লো সবুজ মেরুন ব্রিগেডের। আগামী ২৪ তারিখ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে এটিকে মোহনবাগান।