জেলা

বেপরোয়া বালিগাড়ীর বলি মা ও ছেলে, চাঞ্চল্য

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বেপরোয়া বালিগাড়ীর বলি মা ও ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমঝুপি এলাকায়। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীদের।
ইতিমধ্যেই ঘাতক বালি গাড়িটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রসকুন্ডু এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বছর পাঁচের দীপ সরেন ও তার মা নমিতা সরেন। দ্রুত বেগে আসা বালির গাড়ি সজোরে ধাক্কা মারে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বছরের ছোট্ট শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার মায়েরও। এরপরই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ রাস্তার উপরেই মৃতদেহ ফেলে রেখে চলে বিক্ষোভ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই বালিগাড়ীর দৌরাত্ম আটকাতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে এলাকাবাসী। তবে এরপরেও হুঁশ ফিরেনি পুলিশ প্রশাসনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক বালি গাড়িটি। অবিলম্বে বালি গাড়ির চলাচল বন্ধ করতে হবে দাবি স্থানীয়দের। শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় উত্তেজনা ছিল।