অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
কাজে লাগল না ঋদ্ধিমান সাহা (৪০ বলে ৫৫) ও শুভমান গিলের (৩৬ বলে ৫২) জোড়া অর্ধশতরান। তাঁদের দল গুজরাত টাইটান্সকে পাঁচ রানে হারাল পয়েন্ট টেবলের তলানিতে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের জন্য শেষ ওভারে মাত্র ন’রান প্রয়োজন ছিল গুজরাতের। ক্রিজে ডেভিড মিলার। কিন্তু এমন চ্যালেঞ্জের মুখেও গোটা ওভারে তিন রানের বেশি খরচ করেননি ড্যানিয়েল স্যামস।
এদিন প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ১৭৭ রান তুলেছিল মুম্বই। নেপথ্যে ঈশান কিষাণ (২৯ বলে ৪৫), টিম ডেভিড (২১ বলে ৪৪ অপরাজিত) ও অধিনায়ক রোহিত শর্মার (২৮ বলে ৪৩) ইনিংস। ২৪ রান দিয়ে দু’উইকেট নেন রশিদ খান। জবাবে ওপেনিং জুটিতে ১২ ওভারে ১০৬ রান তুলে নিয়েছিল গুজরাত। কিন্তু তারপরেই ছন্দপতন। শেষমেশ ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭২ রানেই থামতে হয় তাদের।