সপ্তাহে পাঁচদিন ছুটবে নবদ্বীপধাম – মালদা এক্সপ্রেস

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অতি দ্রুত নবদ্বীপধাম – মালদা এক্সপ্রেস ট্রেন সপ্তাহে পাঁচদিন বালুরঘাট পর্যন্ত চলাচল শুরু করবে। আজ রেলওয়েবোর্ড, সাংসদ সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দিয়ে এক চিঠিতে এই ট্রেনটিকে সপ্তাহে পাঁচ দিন মালদা হয়ে বালুরঘাট পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে।

এছাড়াও আজ বালুরঘাটের সাংসদ দক্ষিণ দিনাজপুর জেলা সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল প্রজেক্ট গুলো দ্রুত বাস্তবায়নের প্রস্তাব নিয়ে রেলমন্ত্রীর সাথে দেখা করে বিশেষ ভাবে অনুরোধ জানান।

অপরদিকে রেল সূত্রে জানা গেছে নবদ্বীপ ধাম – মালদার মধ্যে চলাচলকারি ট্রেনটিকে বালুরঘাট পর্যন্ত চলার দাবির পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বালুরঘাট থেকে দিল্লি, ব্যাঙ্গালোরের মধ্যে চলাচলকারী একটি দ্রুততম ট্রেনের পাশাপাশি হাওড়া বালুরঘাট চলাচলকারী ট্রেনটিকে দুদিক থেকেই রাত্রিতে চালু করার দাবি জানিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। পাশাপাশি একই দাবি জানিয়ে রেলবোর্ডের কাছেও আবেদন জানিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। সেই আবেদনে সাড়া দিয়ে প্রথম ধাপ হিসেবে নবদ্বীপধাম – মালদা এক্সপ্রেসটিকে সপ্তাহে পাঁচ দিন (মঙ্গল,বুধ,শুক্র,শনি ও রবিবার) চলাচল করবে। বাকি দুদিন ট্রেনটি মালদা পর্যন্ত চলাচল করবে বলে ওই চিঠিতে সাংসদকে জানানো হয়েছে। জানা গেছে ট্রেনটি ভোর ৪.৪৫ মিনিটে নবদ্বীপ ধাম থেকে ছেড়ে সকাল সাড়ে ৯ টায় মালদা পৌঁছবে। সেখানে দশ মিনিট থেমে বেলা ১২ টার সময় বালুরঘাটে পৌঁছবে। বালুরঘাট থেকে দুপুর ২ টোর দিকে ছেড়ে মালদা হয়ে রাত ৮টার কিছু পরে নবদ্বীপধামে পৌঁছবে।

এদিকে দোলযাত্রার মুখে মহাপ্রভুর লীলাখেলার স্থানের সাথে যোগাযোগের নতুন ট্রেন চালু হওয়ার সংবাদ জানাজানি হতেই খুশির হাওয়া জেলাবাসির মধ্যে।