এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
করোনার তৃতীয় ঢেউয়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ। এবারে একই পরিবারের পাঁচ জন সহ এলাকার ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গড়কমলপুর এলাকার মাইতি ও বেরা পাড়ায়। গত ২৭ ডিসেম্বর মহিষাদল গড়কমলপুর এলাকার এক আশাকর্মী করোনা আক্রান্ত হয়। তারপর ২ জানুয়ারি তার শ্বশুর ও শাশুড়িও আক্রান্ত হয়,তাদের ভর্তি করা হয় পাঁশকুড়ার বড়মায়। পরে ওই আশাকর্মীর স্বামী ও ছেলেও আক্রান্ত হয়। পাশের বেরা পাড়াতেও ৬ জন আক্রান্ত হয়। তবে স্থানীয় পুলিশ প্রশাসন আক্রান্তদের পাশে থেকে তাদের ওষুধ থেকে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করলেও, এলাকা চিহ্নিত করে ঘিরে না দেওয়ায় আতঙ্কে রয়েছে প্রতিবেশীরা।
বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান,”এখন এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখার নিয়ম নেই। সেই কারণে আমরা আশাকর্মীদের পাঠিয়ে খবরা খবর নিচ্ছি।আশাকর্মীদের মাধ্যমে আক্রান্তদের বাড়ি থেকে বেরাতে নিষেধ করা হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি।” তবে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ দিন আগে কিছু খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল পুলিশের মাধ্যমে। তারপর সেইভাবে কোনো যোগাযোগ নেই।