এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
এক সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের বিরুদ্ধে প্রতিনিয়ত এলাকায় অশান্তি গন্ডগোলের অভিযোগ উঠলো। এ নিয়ে পথ অবরোধ ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা।
শনিবার গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের মিলনী ক্লাবের সামনে পথ অবরোধ করে এলাকার মানুষজন। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর গ্রামের মানুষজন গঙ্গারামপুর থানায় গিয়ে উপযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে খবর, ডি.বি রোড পোলিয়াপাড়ার একটি হরি মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সাথে বচসা চলছিল এলাকাবাসীদের। এরই মাঝে শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দা বাবলু রায়ের ছেলে কেশব রায়কে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার সুকান্ত রায় সহ তার পরিবারের বিরুদ্ধে। পাশাপশি শনিবার ফের বাবলু রায় ও তার স্ত্রী রাধিকা রায়কে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিলনী ক্লাবের সামনে গঙ্গারামপুর তপন রাজ্য সড়ক অবরোধ করে গ্রামের মানুষজন। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। প্রায় ২০ মিনিট পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এরপর গঙ্গারামপুর থানায় অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বাবলু রায়।