অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাটের শততম টেস্টে নামার অপেক্ষায় গোটা দেশ। একই অবস্থা বিরাট কোহলিরও। ভারতের ১২ তম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে চলেছেন তিনি। শুক্রবার কোহলির সামনে বিরাট মাইলস্টোনের হাতছানি। সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তিনি। বহুদিন ধরে দেখা স্বপ্ন এবার পূরণ হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের। কেরিয়ারের শততম টেস্ট খেলার মুহূর্তটাই এখন তাঁর কাছে সবচেয়ে বিশেষ। বিরাটের ব্যাট থেকে কী সেই ম্যাচে সেঞ্চুরী দেখা যাবে, সেই অপেক্ষাতেই সকলে।
ভারতের হয়ে প্রথম শততম টেস্ট খেলেছিলেন সুনীল গাভাসকর। এরপর একে একে সেই রেকর্ড ছুঁয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সেওয়াগরা। সেই এলিট তালিকায় এবার নাম উঠতে চলেছে বিরাট কোহলিরও। ক্রিকেটের ময়দানে পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছিলেন তিনি। শুক্রবার মোহালির মাটিতে বিরাট কোহলি গড়তে চলেছেন আরেক নজির। শততম টেস্ট খেলার মুহূর্তটাই তাঁর কাছে বিশেষ, জানালেন বিরাট কোহলি
একসময় তিনি নিজেই ভাবতে পারেননি এই মালস্টোন তৈরি করতে পারবেন। কিন্তু শুক্রবার সেটাই করতে চলেছেন বিরাট কোহলি। এই মুহূর্তটা যেমন তাঁর কাছে বিশেষ। ঠিক তেমনই তাঁর ছোট বেলার কোচও যে তাঁকে নিয়ে গর্বিত তা বলতে দ্বিধা করলেন না বিরাট কোহলি। শততম ম্যাচের আগে বিরাট জানান, “আমি কখনোই ভাবতে পারিনি যে আমি শততম টেস্ট খেলতে পারব। এটা সত্যিই একটা দীর্ঘ অভিযান। শততম টেস্ট খেলার লক্ষ্যে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি সত্যিই গর্বিত যে আমি শততম টেস্ট ম্যাচ খেলতে পারছি। যথেষ্ট পরিশ্রম করেছি, নিজেকে ফিট রাখার জন্য ক্রমাগত পরিশ্রম চালিয়ে গিয়েছি। আমার কাছে তো বটেই পরিবারের কাছেও এটা একটা বড় মুহূর্ত। শততম টেস্ট খেলার জন্য গর্বিত আমার কোচও।”