নার্সিংহোমের স্বাস্থ্যসাথী কার্ড বর্জন, প্রশাসনের হস্তক্ষেপ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত নার্সিংহোমকে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দিতে হবে। কিন্তু বুনিয়াদপুর পুরসভা সহ বংশিহারি ব্লকের কিছু কিছু নার্সিংহোমে অন্য চিত্র ধরা পড়ল ৷ বুনিয়াদপুর পুরসভার সেবা সদন নার্সিংহোমে, স্বাস্থ্য সাথীর কার্ড মানছেনা নার্সিংহোম কর্তৃপক্ষ। সেই কারণে বংশিহারি ব্লকের দ্বারস্থ হলো সেবা সদনে আসা এক রোগীর পরিবার। জানা গেছে গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বহড়াইল গ্রামের বাসিন্দা সুনীল মাহাতো মেয়ে সুমনা মাহাতো কে নিয়ে বুনিয়াদপুর পুরসভার সেবা সদনে ভর্তি করে কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ জানান স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা পাওয়া যাবে না, সেই কারণে বংশিহারি ব্লকের বিডিও-র দ্বারস্থ হন রোগীর বাবা সুনীল মাহাতো ৷

আর তা জানতে পেরে বুনিয়াদপুর পুরসভার সেবা সদনে হঠাৎ হাজির হন বংশিহারি ব্লকের জয়েন বিডিও অরিত্র দোলুই, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ সহ আরও অন্যান্যরা। হঠাৎ করে ব্লকের পক্ষ থেকে এইভাবে উদ্যোগ নেওয়ায় চাঞ্চল্য ছড়ায় সেবা সদন জুড়ে এবং ব্লক কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেন যে কোন প্রকারে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দিতে হবে, নইলে অন্য ব্যবস্থা নেওয়া হবে নার্সিংহোম এর বিরুদ্ধে।