ফরাক্কায় বোমা উদ্ধার

এনএফবি, মুর্শিদাবাদঃ

পরিত্যক্ত বাড়ির পাশ থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কার জোরপুকুরিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার জোরপুকুরিয়া এলাকা থেকে এই বোমা গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।