ঝাড়গ্রাম জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখলেন আধিকারিকরা

এনএফবি,ঝাড়গ্রামঃ

স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ঝাড়গ্রাম জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন। স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে একটি বৈঠক করেন। সেই বৈঠকে রোগী রেফার, মা ও শিশু-সহ সমস্ত রোগীরা যাতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পায় সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা প্রমুখ। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, “স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা ঝাড়গ্রাম হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়ে খুশি হয়েছেন।”