জেলালেটেস্ট

নেই বার্ধক্য ভাতা, ‘আত্মহত্যাই’ একমাত্র উপায়- দাবি অভিযোগকারীদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

২০২২ সালের জুন মাসে শেষবার পেয়ে ছিলেন বার্ধক্য ভাতা। তারপর বেশ কয়েক মাস কেটে গেলেও ব্যাঙ্কের একাউন্টে আর আসেনি সেই টাকা। ফলে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। চরম সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা ও পটাশপুর ২ ব্লক এলাকার বহু বয়স্ক মানুষ।বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা অভিযোগ করেন , স্থানীয় গ্রাম পঞ্চায়েতে ও বিডিওকে বারবার জানিয়েও কোন কাজ হয়নি। এমনকি বিডিওর বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগও তোলেন তারা।

বিজয় প্রামাণিক, পরিষেবা প্রাপক

বার্ধক্য ভাতা বন্ধ হওয়ায় বয়স্কদের কেউ ওষুধ কিনতে বা কেউ ঠিকভাবে খেতেও পারছেন না। ফলে চরম সমস্যায় পড়েছেন বহু বয়স্ক মানুষ। এদিন নিক্যেদের কষ্টের কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কেঁদে ফেলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানান তারা।
সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে বিষয়টি শোনার পর, গোটা ঘটনা অজানা থাকায় অবাক হয়ে যান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এরপরেই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সীমন্ত ভুঁইয়া, পরিষেবা প্রাপক অভিযোগকারী

বিষয়টি নিয়ে তৃনমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, পশ্চিমবঙ্গের একশ্রেণীর সরকারি কর্মচারীরা শাসকদলের নেতাদের মত আচরণ করছেন। তারা মানুষের সঙ্গে অসভ্য আচরণ করছেন বলে তিনি জানান।
প্রশাসনের গাফিলতিতে সরকারি সাহায্য থেকে বঞ্চিত মানুষ গুলি সমস্যার দ্রুত সমাধান চাইছে সকলে ।

অসীম মিশ্র, সহসভাপতি, জেলা বিজেপি