এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
হাত-পা বাঁধা অবস্থায় পুড়ে যাওয়া বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল ৷ বৃদ্ধের মৃতদেহের পাশে কাগজে লেখা বেইমানির শাস্তি ৷ বৃহস্পতিবার ভোরবেলায় মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর ৷ একশ উর্ধ্ব বৃদ্ধের হাত-পা বাঁধা অবস্থায় পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর জুড়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানীচক গ্রামে।
জানা গেছে,বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কয়েকজন লোক দেখতে পায় হঠাৎই একটি নতুন গ্যারেজ থেকে আগুন জ্বলছে। গ্যারেজের সামনাসামনি গেলে দেখা যায় হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ জ্বলছে। এই খবর জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা রানীচক গ্রাম জুড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় গ্রামবাসীরা ৷ খবর দেওয়া হয় দাসপুর থানায়। গ্রামবাসীরা গিয়ে দেখে একজন বৃদ্ধকে হাত-পা বেঁধে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে ৷ ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের দেহের পাশেই একটি কাগজে লেখা বেইমানির শাস্তি ৷ পুলিশ এসে ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয়দের অনুমান পারিবারিক ঘটনার জেরে এই ধরণের ঘটনা ঘটতে পারে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃদ্ধের নাম নন্দ মন্ডল, বয়স ১০২ বছর। তবে কিভাবে ঘটল এই ঘটনা? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।