এনএফবি, শিলিগুড়িঃ
এদিন দুপুরে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, গতকাল সন্ধ্যায় নোটিফিকেশন আসে। এবং আমার সম্মতি নেওয়া হয়েছিল। যেহেতু পুজোর ছুটির আগে শেষ দিন আমি মনে করলাম আজকে যোগ দেওয়াটা উচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দপ্তরের কাজ,পরীক্ষার কাজ পেন্ডিং হয়ে আছে তাই ছুটির আগেই সেই সব কাজ করবো। তিনি আরও বলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আমি। এই বিশ্ববিদ্যালয়ে গরিমায় গৌরবে গর্বিত আর সেইটা আমরা সব প্রফেসর মিলে আরও ভাল করে তুলে ধরবো। গতকাল নিয়ে কিছু বলতে চাই না আজকে নিয়ে বলতে চাই আগামীকাল নিয়ে বলবো। অন্য কোন ব্যক্তিত্ব,পদাধিকারীর সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় তাই কোন মন্তব্য করতে পারবো না।
পাশাপাশি তিনি আরও যে আমি কিছুক্ষণ আগে উপাচার্য পদে দায়িত্ব ভার গ্রহণ করলাম। আর এই দায়িত্ব চলাকালীন আমার প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কোন সংস্পর্শ থাকবে না আমি দলের কোন পদে থাকবো না। এই বিষয়ে আমি আমার নেতৃত্বকে জানিয়ে দিয়েছি।