এনএফবি, নিউজ ডেস্কঃ
করোনা নতুন প্রজাতি ওমিক্রন ছড়িয়ে পড়ছে দ্রুত। সংক্রমনের তীব্রতায় এই নয়া স্ট্রেইন অতীতের রেকর্ড ভেঙে চোখ রাঙাচ্ছে আমেরিকা থেকে ইউরোপ।
সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ব্রিটেনে একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। যার মধ্যে পাঁচশোর বেশি শিশু, যারা হাসপাতালে চিকিৎসাধীন। একই সাথে উদ্বেগজনকভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও গত ২৪ ঘন্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমনের হারে বিশ্বে শীর্ষস্থানে আছে ইউরোপ মহাদেশের ডেনমার্ক। সেখানে প্রতি ১০ হাজার জনে ১ হাজার ৬১২ জন করোনা আক্রান্ত।
আমারিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন। পাশাপাশি ওমিক্রন উদ্বেগের কারণে গত ২৪ ঘন্টায় বিশ্বে আড়াই হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে।
ভারতেও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও পর্যন্ত ২১ জায়গায় ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মোট ৭৮১ জন ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ২৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।