অক্ষয় তৃতীয়ার দিনে সূচনা শতাব্দী প্রাচীন মহিষাদলের রথের প্রস্তুতি

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

করোনা আবহে গত দু’বছর বন্ধ ছিল জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। হাজার হাজার ভক্তের রথের রশিতে টানের বদলে পালকি চড়ে প্রভু জগন্নাথ পৌঁছে গিয়েছিল মাসির বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে চলতি বছরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকে শুরু হয়ে গেল মহিষাদলের রথের প্রস্তুতি।

নিজস্ব চিত্র

এই দিন মহিষাদল রাজবাড়ির কূল দেবতা মদন গোপালজিউকে পুজো দিয়ে শুরু হয় রথের প্রস্তুতি। পাশাপাশি রথের ওপর আচ্ছাদন সরানোর কাজ শুরু হয় আজ থেকেই। যেখানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ ও শংকর প্রসাদ গর্গ সহ অন্যান্যরা। এই সম্বন্ধে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী জানান, করোনা অবহের কারণে বন্ধ ছিল মহিষাদলের ঐতিহ্যবাহী রথযাত্রা ৷ তবে এই বছর রথের দড়িতে টান পড়বে, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ সব মিলিয়ে দু’ বছর পরে মহিষাদলের রথযাত্রা নিয়ে উৎসাহ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।