খড়্গপুর থেকে উদ্ধার ওয়ান শাটার বন্দুক, ধৃত ৩

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

আবারও পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার পুলিশের বড় সাফল্য। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ।

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুরের বিএনআর ময়দান থেকে তিনজনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে । পুলিশ জানায়, “ঐ ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বিএনআর ময়দানে আর তার খবর পেয়েই আমরা এই তিনজনকে গ্রেফতার করেছি এবং ওদের কাছ থেকে একটি বন্দুক ও একটি গুলি পাওয়া গেছে।” অভিযুক্ত তিন জনকে শনিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

ধৃত ব্যক্তিদের নাম দীপায়ন মাইকেল ওরফে গুমের আশীষ মহান্তি, ডি. জগমোহন এরা প্রত্যেকেই খড়্গপুরের বাসিন্দা, অভিযুক্ত মাইকেল আগেও বহু ঘটনার সঙ্গে জড়িত । আর এই খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের প্রশংসার ঝড় ওঠে খড়্গপুর শহরে।