এনএফবি, ঝাড়গ্রামঃ
খাট্টাধরা ক্যাম্প এবং সিআরপিএফ-এর অন্যান্য শিবিরগুলিতে শুক্রবার একটি নাগরিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। যেখানে কৃষকদের জমিতে বৃক্ষরোপণের একটি কর্মসূচির আয়োজনও করা হয়েছিল।
গাছপালা সেচের জন্য ওয়াটার বোরিংও স্থাপন করা হয়। এছাড়া যুবকদের দীর্ঘদিন ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা পুলিশ, আধাসামরিক বাহিনী এবং সেনাবাহিনীতে নিয়োগ হতে পারে। সেই কর্মসূচির সমাপনীও ঘোষণা করা হয় শুক্রবার। এই অনুষ্ঠানে সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিআর মীনা ,২য় কমান্ড্যান্ট অফিসার মনোজ সাঙ্গাও, বিভিন্ন আধিকারিকরা, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এর আগেও ১৮৪ ব্যাটালিয়ন এলাকার অনেক গ্রামে কম্বল, রেডিও, সোলার ল্যাম্প বিতরণের কাজ পরিচালনা করেছে। ঐ অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহিলা, যুবক ও গ্রামবাসীরা অনুষ্ঠানটির প্রশংসা করেন, বিশেষ করে যুবকদের “বিনামূল্যে প্রশিক্ষণ প্রকল্প”, মহিলাদের “বোরওয়েল” জলের জন্য এবং কৃষক ও গ্রামবাসীদের “মূল্যবান ও ফলদায়ক গাছের চারা বিতরণের জন্য।
বেলপাহাড়ির ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে জনসংযোগ কর্মসূচির আয়োজন করায় সর্বস্তরের মানুষ খুশি হন।