এনএফবি ডেস্ক, ইসলামাবাদঃ
গত শনিবার মাঝরাতে পাকিস্তান পার্লামেন্টের নাটকীয় ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলের সাংসদরা। সেই ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীত্ব খোয়ান ইমরান। তারপর সোমোবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী হিসাবে শাহবাজ শরিফকে নির্বাচিত করেন। পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন শাহবাজ।
এ দিকে শাহবাজ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের জাতীয় পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইমরান খান। তিনি জানিয়েছেন চোরেদের সঙ্গে থাকব না।