পড়ুয়াদের দিয়ে স্কুল পরিষ্কার করানোর অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ

এনএফবি, মুর্শিদাবাদঃ

স্কুলের পড়ুয়াদের স্কুল পরিষ্কার, শৌচালয় পরিষ্কার,সহ অন্যান্য কাজ না করলে কাটা যাবে পরীক্ষার নম্বর এমনটাই অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়াদের অভিবাবকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার বিন্দুগ্রাম বালিকা বিদ্যালয়ে।

বৃহস্পতিবার দুপুর নাগাদ ফরাক্কার বিন্দুগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা । তাদের অভিযোগ বেশ কিছু দিন ধরে এই স্কুলে পড়ুয়াদের পরীক্ষায় নম্বর ও স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলের পড়ুয়াদের দিয়ে স্কুলের বিভিন্ন স্থান পরিষ্কার করানো হচ্ছে।

রানী খাতুন , পড়ুয়া ৷ নিজস্ব চিত্র

যদিও ফরাক্কার বিন্দুগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই পুরো বিষয়টি অস্বীকার করেন এবং তিনি জানান নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান চলছে। তাই স্কুলের পড়ুয়াদের পরিবেশ সচেনতনার বার্তা দেওয়ার জন্য পরিষ্কার পরিছন্নের কাজ করানো হচ্ছে ।