আংশিক কর্মবিরতি প্রত্যাহার, আন্দোলন অব্যাহত: ধরনা উঠছে শুক্রবার

এনএফবি কলকাতাঃ

৪২ দিন ধরে চলা কর্মবিরতির অবসান ঘটিয়ে অবশেষে আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা করেন। শুক্রবার বিকেল ৩টায় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলের মাধ্যমে তাঁদের ধরনা কর্মসূচি সমাপ্ত হবে। শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজে যোগ দেবেন চিকিৎসকেরা, তবে ওপিডি ও কোল্ড ওটিতে কর্মবিরতি অব্যাহত থাকবে।

মুখ্যসচিবের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি, শুক্রবার থেকেই বন্যাকবলিত এলাকায় চিকিৎসা শিবির শুরু হবে বলে জানানো হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, ‘‘আমাদের লড়াই এখনও শেষ হয়নি, আমরা আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করে সদিচ্ছা প্রদর্শন করছি। তবে যদি আমাদের সব দাবি পূরণ না হয়, আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরে যাব।’’

জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে তাদের দাবি নিয়ে বেশ কিছু অগ্রগতি হলেও, সব দাবি এখনও পূর্ণ হয়নি। পুলিশের কমিশনার বিনীত গোয়েল ও কিছু স্বাস্থ্যকর্তার অপসারণকে তাঁরা আন্দোলনের ফলাফল হিসেবে দেখছেন। তবে যতক্ষণ না সম্পূর্ণ বিচার সুনিশ্চিত হচ্ছে, তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা আরও জানান, সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবিও তাঁরা চালিয়ে যাবেন।

তাঁরা আরও বলেন, ‘‘আমরা রাজনীতি করতে আসিনি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এসেছি। বন্যাকবলিত এলাকায় ক্লিনিক খোলার সিদ্ধান্তই এর প্রমাণ।’’

শুক্রবারের মিছিল ও ধরনা কর্মসূচির পরে, আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করা হবে বলে জানান দেবাশিস হালদার। তিনি বলেন, ‘‘যেখানে যেখানে খুব প্রয়োজন, আমরা সেই অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই কাজে যোগ দেব।’’

জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, কর্মবিরতি থেকে সরলেও, রাজ্যজুড়ে আন্দোলন চলবে এবং তাদের দাবির পূর্ণতার জন্য তাঁরা তৎপর থাকবেন।