এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ
স্থাপত্য বিদ্যার স্নাতক কোর্সে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত পড়া বাধ্যতামূলক নয়। মঙ্গলবার অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন(AICTE)-এর প্রকাশিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনুমোদন প্রক্রিয়ায় এ কথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ খবর জানা গেছে।
Studying physics, chemistry, maths in class 12 not mandatory for admission to undergraduate courses in architecture: All India Council for Technical Education
— Press Trust of India (@PTI_News) March 29, 2022