এনএফবি, ওয়েব ডেস্কঃ
ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতির স্থানে প্রতিষ্ঠা করা হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর সুবিশাল মূর্তি। পূর্ব নির্ধারিত সূচি মতোই সন্ধ্যা সাতটায় সেন্ট্রাল ভিস্তায় হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সযত্নে উন্মোচন করলেন নেতাজির গ্রানাইট মূর্তি। উপস্থিত ছিলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ ৷
উল্লেখ্য ,প্রায় ২৮ ফুট উঁচু ৬৫ মেট্রিক টনের গ্রানাইটের তৈরি এই মূর্তি বিশেষ ভাবে নির্মাণ করা হয়েছে। শিল্পী অরুণ যোগীরাজের নেতৃত্বে দেশবিদেশের একদল সেরা ভাস্কর্য শিল্পী খোদাই করে গড়ে তুলেছেন নেতাজির সুউচ্চ মূর্তি। প্রায় ৬০০ ছবির রেফারেন্সে এই বিশাল মূর্তিতে চেহারা ফুটিয়ে তোলেন দক্ষ ভাস্কর্য শিল্পী অরুণ। প্রায় ২৬ হাজার ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের ফলে এই মূর্তি নির্মাণ করা হয়েছে।