স্থানীয়

অর্থ উপার্জনে হনুমানেই ভরসা মৃৎশিল্পীদের

এনএফবি, জলপাইগুড়িঃ

নতুন কাজ এখনও শুরু হয়নি। তাই হনুমান বানিয়ে কিছু টা অর্থ উপার্জন করছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। বাসন্তী প্রতিমার অর্ডার নেই। কিন্তু কাজ করতে হবে। যদিও হাতে তেমন কাজনেই। তাই ছোট খাটো মূতি তৈরি করে চলেছেন জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা। তাই এখন তৈরি করছেন বাড়িতে বসানোর হনুমান ঠাকুর। যদিও সেই কাজ খুবই কম। তবুও সংসার চালাতে এখন এই ধরনের কাজ করে চলেছেন তারা।বাংলার নতুন বছর পড়ার কয়েক দিন পর ফের শুরু করবেন তাদের কাজ বলেও জানিয়েছেন তারা