ক্রীড়া

প্রবীর বিদায় খারাপ খবর হলেও অন্য দুই ফুটবলারের সই স্বস্তি দিচ্ছে বাগানকে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তিন বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য ফুটবলার প্রবীর দাস।
সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বেঙ্গালুরু। আশিক কুরুনিয়নের বিদায়ের পর একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, বেঙ্গালুরুতে আসবেন প্রবীর। আর তাতেই পড়ল শিলমোহর।উইংব্যাক হিসেবে মূলত খেললেও প্রয়োজনে মিডফিল্ডে খেলেন প্রবীর। এরফলে বেঙ্গালুরু যে উপকৃত হবে সেটা বলাই যায়। এদিকে প্রবীর যেমন গেলেন ঠিক তেমনই আশিক কুরুনিয়ান ও আশিস রাইকে সই করানোর কথা জানিয়ে দিলো ক্লাব। তারা দুজনেই ক্লাবে এসে সই করলেন। দুই ফুটবলারই পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আশিক এবং আশিস, দু’জনেই সাইড ব্যাক এবং উইঙ্গার, দুই ভূমিকায় খেলতে পারেন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলের হয়ে ভাল খেলেন আশিক। তাঁর একটি অ্যাসিস্টও রয়েছে। আশিস অবশ্য সুযোগ পাননি। তবে লিগ-শিল্ডজয়ী হায়দ্রাবাদের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। তারা দুজনই মোহনবাগান মাঠে এসে সই করে মাঠ, গ্যালারি সব ঘুরে দেখেন। আশিক এদিন বলেন “ইউরোপের জুনিয়র স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে। এ বার কলকাতার কোনও ক্লাবের হয়ে খেলব। যুবভারতীতে নেমে মানুষের আবেগ দেখতে পেলাম। ভারতের পতাকার সঙ্গে সবুজ-মেরুনের পতাকাও দেখেছি। দলের সমর্থকদের ভাল ফুটবল খেলে আনন্দ দিতে চাই। দলকে এএফসি কাপ, ডুরান্ড কাপ এবং আইএসএলে চ্যাম্পিয়ন করতে চাই।” আগামী সেপ্টেম্বর মাসে এফসি কাপের ইন্টাল জোনাল সেমিফাইনালে নামবে সবুজ মেরুন ব্রিগেড। আর ডুরান্ড কাপে দলের দায়িত্ব সামলাতে পারেন সহকারী কোচ বাস্তব রায়।