এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
‘দুয়ারে রেশন’ প্রকল্পের রেশন দিতে এসে গ্রাহকদের রেশন কম দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দক্ষিণ কেশবপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছেছেন পতিরাম থানার পুলিশ। যদিও রেশন ডিলার রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে ,রেশন গ্রাহক তথা দক্ষিণ কেশবপুর গ্রামের বাসিন্দা মহেশ বর্মন এবং কল্পনা বর্মন জানিয়েছেন যে, প্রায় দুই থেকে তিন বছর ধরে প্রতিবারই দেড় থেকে দুই কিলো চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী গ্রাহকদের কম দেওয়া হয় ৷ দীর্ঘদিন ধরে কম রেশনের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলেছেন এই গ্রামের অনেক মানুষ। যদিও রেশন ডিলার বলেন যে, কর্তৃপক্ষ আমাকে কম রেশন দেওয়ার ফলে আমিও বাধ্য হয়েছি কম রেশন দিতে ।এমনটাই সাফ জানিয়েছেন রেশন ডিলার।
দক্ষিণ কেশবপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরী জানিয়েছেন যে, “দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ আমিও শুনে আসছি। আজ গ্রামের মানুষ একত্রিত হয়ে কম রেশন দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন ।আমি পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো ৷