স্থানীয়

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

দক্ষিণপূর্ব রেলের পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সুপার ভাইজার ট্রেনিং সেন্টারের প্রায় ৪৬ জন কর্মীকে অনৈতিক ভাবে ছাঁটাই করার প্রতিবাদে সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে রেলওয়ে এসটিসি গেটের সামনে মঙ্গলবার বেলা নাগাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দীর্ঘ ১৩ দিন ধরে নিযুক্ত সমস্ত শ্রমিকরা।

এদিন ছাঁটাই হওয়া কর্মীরা দাবি জানান , সমস্ত কর্মীদের কাজে যুক্ত করতে হবে, সরকারি নিয়ম মেনে তাদের ন্যূনতম মজুরি দিতে হবে। এইনিয়ে রেল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতৃত্বের ৷ তবে এই দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিকরা।